ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এবার শেয়ারবাজারে লেনদেনের খরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৪ মে ২০১৮

টানা দরপতনের মধ্যে দেশের শেয়ারবাজারে লেনদেনেও খরা দেখা দিয়েছে। সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১ কার্যদিবস বা দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। সেই সঙ্গে ডিএসই এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএস্ই) মূল্যসূচকের পতন অব্যাহত ছিল। এর মাধ্যমে টানা নয় কার্যদিবস পতন বৃত্তেই আটকে থাকল দেশের শেয়ারবাজার।

এদিন প্রধান মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। ফলে ডিএসইএক্সের বড় পতন হয় নি। অপরদিকে ডিএসই-৩০ সূচক সামান্য বেড়েছে। বাজারটিতে লেনদেন হওয়া ১৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ১৩৫টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৭০টির।

বাজারটিতে আজ ৩৩০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৩৭৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪৭ কোটি ৯৮ লাখ টাকা।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দু’টি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ পয়েন্টে।

টাকার অংকে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ডে শেয়ার। আজ কোম্পানিটির মোট ২৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ১৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ড্রাগন সোয়েটার।

লেনদেনে এরপর রয়েছে- বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম, ওসমানিয়া গ্লাস, বিবিএস কেবলস, গ্রামীণ ফোন এবং মিরাকেল ইন্ডাস্ট্রিজ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৩২ পয়েন্ট কমে ১০ হাজার ৩৬১ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ৭৮টির দাম বেড়েছে; বিপরীতে কমেছে ১০৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এমএএস/এমএমজেড/পিআর

আরও পড়ুন