এক কেজি চায়ের দাম ১১২০০
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে প্রথম নিলামে এক কেজি চা বিক্রি হয়েছে ১১ হাজার ২০০ টাকা।
সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম নিলামের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, আগামী ২০২১ সালের মধ্যে ১ লাখ ২৫ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ জন্য একটি পথনকশা তৈরি করা হয়েছে। চা শিল্পের উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেসব উদ্যোগ গ্রহণ করবে সরকার।
দেশে উৎপাদিত চায়ের ৯০ শতাংশের অধিক বৃহত্তর সিলেট অঞ্চলে উৎপাদিত হয়। এ অঞ্চলের চা উৎপাদনকারীরা তাদের উৎপাদিত চা সহজ ও স্বল্প ব্যয়ে ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র প্রতিষ্ঠার জন্য প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আবেদন জানিয়ে আসছিল। সে প্রক্ষিতে অর্থমন্ত্রী শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন করেন। আজকে ওই নিলাম কেন্দ্রে চা বিক্রি শুরু হলো।
এমইউএইচ/জেএইচ/পিআর