ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে এফবিসিসিআইয়ের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১৩ মে ২০১৮

মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ হওয়ায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) দেশবাসী ও সরকারকে অভিনন্দন জানিয়েছে।

রোববার এক অভিনন্দন বার্তায় এফবিসিসিআই জানায়, স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রমের এ দীর্ঘ ও দায়িত্বপূর্ণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। এফবিসিসিআই পরিচালনা পর্ষদ ঐতিহাসিক ও যুগান্তকারী এ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

যোগাযোগ স্যাটেলাইট স্থাপনে দক্ষিণ এশিয়ায় চতুর্থ এবং বিশ্বে ৫৭তম মর্যাদাবান দেশ হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। স্যাটেলাইট স্থাপনের কৌশলগত অংশীদার দেশ রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের অবদানও এক্ষেত্রে অনস্বীকার্য।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের অভিযাত্রার সক্ষমতা অর্জনের তাৎপর্যময় সাফল্য যখন বাংলাদেশ উদযাপন করছে, ঠিক সেই সময়টিতে বাংলাদেশের মহাকাশ জয় দেশের সমৃদ্ধি ও অগ্রগতির প্রক্রিয়ায় এক অনন্য অর্জন।

এসআই/জেএইচ/আরআইপি

আরও পড়ুন