ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দরপতনে কমেছে পিই রেশিও

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৫ মে ২০১৮

দুই দিনের দরপতনে ঢাকার শেয়ারবাজারে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ৫ দশমিক শূন্য ২ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিভিন্ন ছুটির কারণে গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে মাত্র দুই কার্যদিবস লেনদেন হয়েছে। এই দু’দিনই বড় পতন ঘটেছে শেয়ারবাজারে। এসময় ডিএসইতে সব ধরণের মূল্যসূচকের পাশাপাশি কমেছে বাজার মুলধনও। ফলে কমেছে পিই রেশিও।

তবে পিই রেশিও ১৫ এর ঘরে বা তার নিচে থাকলে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন শেয়ারবাজার বিশ্লেষকরা।

ডিএসইর তথ্য অনুযায়ী, বর্তমানে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ৩৩ পয়েন্টে। আগের সপ্তাহে যার অবস্থান ছিল ১৬ দশমিক ১৪ পয়েন্টে। সে হিসেবে আলোচিত সপ্তাহে ডিএসইর পিই রেশিও কমেছে দশমিক ৮১ পয়েন্ট বা ৫ দশমিক শূন্য ২ শতাংশ।

সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯ দশমিক ৬ পয়েন্টে। এছাড়া সিমেন্ট খাত ৪৮ দশমিক ৫ পয়েন্টে, সিরামিক খাত ২০ দশমিক ৩ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাত ৩০ দশমিক ৫ পয়েন্টে, প্রকৌশল খাত ১৮ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাত ১২ দশমিক ৩ পয়েন্টে, সাধারণ বীমা খাত ১১ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাত ১৯ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে পাট খাতের পিই রেশিও মাইনাস ৩৫ দশমিক ৭ পয়েন্টে, বিবিধ খাত ২৬ দশমিক ৫ পয়েন্টে, এনবিএফআই খাত ১৬ দশমিক ২ পয়েন্টে, কাগজ খাত মাইনাস ১০ দশমিক ৬ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাত ২০ দশমিক ৩ পয়েন্টে, সেবা ও আবাসন খাত ৩০ দশমিক ৯ পয়েন্টে, চামড়া খাত ১৭ দশমিক ৮ পয়েন্টে, টেলিযোগাযোগ খাত ২৩ দশমিক ৪ পয়েন্টে, বস্ত্র খাত ২০ দশমিক ৪ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাত মাইনাস ২৩ দশমিক ৫ পয়েন্টে অবস্থান করছে।

এসআই/এমএমজেড/এমএস

আরও পড়ুন