ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ডিএসইর পার্টনার চীনা কনসোর্টিয়াম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০৩ মে ২০১৮

চীনের দুই প্রতিষ্ঠান শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে চীনা কনসোর্টিয়ামটি ডিএসইর পার্টনার হচ্ছে। বিএসইসির নির্বাহী পরিচলক মো. সাইফুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার বিশেষ সাধারণ সভায় (ইজিএম) চীনের প্রস্তাব ডিএসইর শেয়ারহোল্ডারা অনুমোদন করেন। ওই দিনই নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে প্রস্তাবটি বিএসইসিতে পাঠানো হয়।

অবশ্য চীনা কনসোর্টিয়ামের প্রস্তব প্রথমে অনুমোদন না দিয়ে ফিরিয়ে দিয়েছিল বিএসইসি। সে সময় কিছু শর্ত দিয়ে ডিএসইকে আবার প্রস্তাব পাঠাতে বলে নিয়ন্ত্রক সংস্থাটি।

বিএসইসির দেয়া শর্তগুলোর মধ্যে ছিল- শেয়ার পারচেজ এগ্রিমেন্টে (এসপিএ) এমন কোনো শর্ত রাখা যাবে না, যা স্থানীয় আইনের সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি ডিএসইর সাধারণ শেয়ারহোল্ডার ও বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট উন্নয়নের বিরুদ্ধে না যায়। এমন কোনো প্রস্তাব রাখা চলবে না, যা পরিপালন করতে ডিএসইর বিদ্যমান মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন সংশোধন করতে হয়। এসপিএ-সহ কৌশলগত ইস্যু চূড়ান্ত করে কমিশনে জমা দেয়ার আগে ডিএসইর শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। কৌশলগত বিনিয়োগকারী ইস্যুতে গঠিত কমিটির প্রতিবেদন ডিএসইর সাধারণ সভায় উপস্থাপন করতে হবে। ডিএসইর সাধারণ সভার সিদ্ধান্তপত্র, এসপিএ-সহ কনসোর্টিয়ামের অন্যান্য কাগজাদি নিয়ে কমিশনে চূড়ান্ত আবেদন করতে হবে।

বিএসইসির দেয়া শর্তগুলো পরিপালন করেই গত সোমবার সংশোধিত প্রস্তাব পাঠায় ডিএসই।

চীনা কনসোর্টিয়ামের প্রস্তাব অনুমোদনের বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার (৩ এপ্রিল) কমিশন সভায় ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীন কনসোর্টিয়ামের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এমএএস/এএইচ/পিআর

আরও পড়ুন