ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ম্যানিলায় এডিবির বার্ষিক সভা আজ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:২৬ এএম, ০৩ মে ২০১৮

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নরসের ৫১তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে আজ। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ব্যাংকের সদর দফতরে এ সভা অনুষ্ঠিত হবে। এশিয়া, উত্তর আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো থেকে ৪ হাজারের বেশি প্রতিনিধি এ সভায় যোগ দেবেন।

সভা আয়োজনের জন্য এডিবি প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও ফিলিপাইন সরকার এবং দেশটির অর্থমন্ত্রী ও বোর্ড অব গভর্নরসের চেয়ার কালোর্স জি ডোমিনগুইয়েজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ বছর সভার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ইনক্লুসিভ উন্নয়নের জন্য জনগণ ও অর্থনীতির সাথে যোগাযোগ।’

ম্যানিলায় এটি হবে এডিবির ১৬তম সভা। ম্যানিলায় সর্বশেষ বৈঠক হয়েছিল ২০১২ সালে। এবারের বৈঠকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কার্যকর উন্নয়নে বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। গত বছরে ইকোহামায় অনুষ্ঠিত এডিবির বাষির্ক সভায় ডোমিনগুয়েজ বলেছিলেন, উন্নয়নশীল দেশগুলোকে দেয়া সহায়তা আরো জোরদার করতে হবে। বাসস।

এনএফ/আরআইপি

আরও পড়ুন