ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

প্রগতি ইন্স্যুরেন্সের ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১১ পিএম, ০১ মে ২০১৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৩ শতাংশ নগদ এবং ৫ শতাংশ শেয়ার।

কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পর্ষদ সভা শেষে কোম্পানির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লভ্যাংশের বিষয়ে প্রগতি ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ জুলাই। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ জুন।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে এ কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৬৬ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৪ টাকা ৫৪ পয়সা।

এমএএস/এএইচ/পিআর