দেশীয় শিল্প উদ্যোক্তাদের কর্পোরেট করহার কমবে : এনবিআর
আগামী বাজেট (২০১৮-১৯) প্রনয়নে দেশীয় শিল্পের সুরক্ষাকে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব র্বোডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
এছাড়া দেশীয় উদ্যোক্তাদের জন্য কর্পোরেট কর কমানো হবে এবং দেশি শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে আগামী বাজেটে এ বিষয়ে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার রাজধানীর সেগুন বাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
সভায় আইটি ও ইলেক্ট্রনিক্স খাতের বিভিন্ন সংগঠন তাদের দাবি তুলে ধরেন। এর জবাবে এনবিআর চেয়ারম্যান দেশীয় শিল্প প্রতিষ্ঠানকে সুরক্ষার কথা বলেন।
তিনি বলেন, আমদানিমুখী প্রতিষ্ঠানগুলোকে এবারের বাজেটে হয়তো এতটা ছাড় দেয়া যাবে না। তবে দেশীয় শিল্প প্রতিষ্ঠানের ব্যাপারে কর্পোরেট করসহ অন্যান্য সুবিধা দেয়ার চিন্তা আছে।
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) দিকে ইঙ্গিত করে তিনি বলেন, অনেক ইন্টালেকচ্যুয়াল (বুদ্ধিজীবী) বলেন, আমাদের রাজস্ব ঘাটতি ৫০ হাজার কোটি টাকা হবে, কথাটা ঠিক না। অর্থ বছরের আরও তিন মাস সময় বাকি আছে। এই সময়ে আমরা লক্ষ্যমাত্রার কাছাকাছি রাজস্ব আহরণ করতে পারবো।
এমএ/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ তথ্যপ্রযুক্তি খাতে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন জরুরি
- ২ লক্ষ্মীপুরে জুয়েলারি ব্যবসায়ী হত্যায় জড়িতদের শাস্তি দাবি বাজুসের
- ৩ বিজিএমইএ প্রশাসক-তাইওয়ান টেক্সটাইল ফেডারেশন প্রতিনিধিদলের বৈঠক
- ৪ সর্বাধুনিক মেশিনে আটা-ময়দা-সুজি উৎপাদন শুরু করলো প্রাণ
- ৫ রোববার থেকে ঢাকার ১৩ স্থানে ন্যায্যমূল্যে ডিম বিক্রি