ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এনবিআরের কর হালখাতা রোববার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১০ এপ্রিল ২০১৮

বকেয়া রাজস্ব আদায়ে রোববার কর হালখাতা করবে জাতীয় রাজস্ব রোর্ড (এনবিআর)। গত বছর থেকে এ রেওয়াজ চালু করে এনবিআর।

মঙ্গলবার এনবিআর কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, রোবাবার দেশের সব কর অঞ্চল ও ভ্যাট অফিসে এ কর্মসূচি পালিত হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, কর দাতাদের কাছে এনবিআরের প্রচুর পরিমাণ বকেয়া রয়েছে। এর মধ্যে মামলা সংক্রান্ত বিচারাধীন কর বকেয়ার পরিমাণ ৫০ হাজার কোটি টাকার বেশি। এছাড়া বকেয়া কর রয়েছে ২০ হাজার কোটি টাকার বেশি। কর দাতাদের কাছ থেকে এ টাকা আদায়ের লক্ষ্যে আমরা হালখাতা করছি। হালখাতায় অংশ নিতে সব করদাতাদের দাওয়াত দেয়া হচ্ছে। তারা কর দিতে আসবেন। তাদের সম্মানিত করা হবে। যারা বেশি কর দেবেন তাদের পুরস্কারও দেয়া হবে।

আদালতে বিচারধীন মামলাগুলো আদালতে বাইরে নিষ্পত্তির জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কমিটি গঠন করা হয়েছে। আদালতে রায়ের জন্য দীর্ঘদিন অপেক্ষা না করে এ কমিটির কাছে অংশ নিতে পারবেন। তারা দ্রুত সমাধান দিয়ে দিবে। এছাড়াও কর কার্ডের বিপরীতে কর দাতাদের কিভাবে সুবিধা দেয়া যায় সে বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

এমএ/এএইচ/এমএস

আরও পড়ুন