ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আরব আমিরাতের ক্যারিফোরে প্রাণ পণ্যে ছাড়

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৫ মার্চ ২০১৮

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিশ্বখ্যাত চেইনশপ ক্যারিফোরের সংযুক্ত আরব আমিরাত শাখাগুলোতে চলছে প্রাণ পণ্যের ওপর বিশেষ ছাড়। সেখানে ক্যারিফোরের ১৮টি হাইপার মার্কেটের সবগুলো থেকেই ক্রেতারা নানান ছাড় ও প্যাকেজের আওতায় প্রাণ-এর বিভিন্ন পণ্য কিনতে পারছেন।

গত ২২ মার্চ থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে ২৭ মার্চ পর্যন্ত।

প্রাণ ফুডস-এর (সংযুক্ত আরব আমিরাত) ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহাবুব বলেন, ‘ক্যারিফোরের প্রতিটা আউটলেটে ‘এথনিক’ কর্নার রয়েছে, যেখানে বিভিন্ন দেশের পণ্য পাওয়া যায়। ক্রেতারা এখান থেকে প্রাণ-এর পণ্যগুলো ছাড়ে কিনতে পারছেন। বর্তমানে ক্যারিফোরে প্রাণ-এর চানাচুর, টোস্ট বিস্কুট, ড্রাই কেক, মুড়ি, নানা ধরনের বিস্কুট, মসলা, আচার, সেমাইসহ নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আরব আমিরাতে প্রাণ-এর আনুষ্ঠানিক যাত্রা ২০০১ সালে। এরপর থেকে ক্রমেই সব শ্রেণির মানুষের কাছে জনপ্রিয়তা পায় প্রাণপণ্য। আমাদের লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের পাশাপাশি অবস্থান করে আরও বেশিসংখ্যক মানুষের কাছে প্রাণপণ্য পৌঁছানো।’

১৯৯৬ সালে প্রাণপণ্য রফতানি শুরু হয়। বর্তমানে ভারত, নেপাল, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারর্যাল্ড, ইতালি, কানাডা, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, ইথিওপিয়াসহ বিশ্বের ১৩৫টি দেশে প্রাণপণ্য পাওয়া যাচ্ছে।

জেডএ/জেআইএম

আরও পড়ুন