ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সামিটকে বিএসইসির বিশেষ সুবিধা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৩ মার্চ ২০১৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের ৭ কোটি ২ লাখ ৩৭ হাজার ৪৯৯টি শেয়ার ক্রয়ের ক্ষেত্রে সামিট কর্পোরেশনকে বিশেষ সুবিধা দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৩৪তম কমিশন সভায় এ সুবিধা দেয়া হয়।

বিএসইসি জানিয়েছে, সামিট হেল্ডিংস লিমিটেডের কাছে সামিট পাওয়ারের ৭ কোটি ২ লাখ ৩৭ হাজার ৪৯৯টি সাধারণ শেয়ার রয়েছে। প্রতিটি ৩৭ টাকা দরে এই শেয়ার স্টক এক্সচেঞ্জের ব্লক লেনদেনের মাধ্যমে কিনে নেবে সামিট কর্পোরেশন।

এজন্য সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃক গ্রহণ) বিধিমালা ২০০২ এর বিধি ৮ ও বিধি ১৩ এর বিধান পরিপালনের যে বাধ্যবাধকতা রয়েছে তা করতে হবে না।

এমএএস/এমবিআর/আরআইপি

আরও পড়ুন