ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দর হারানোর শীর্ষে আইসিবি ফার্স্ট এনআরবি

প্রকাশিত: ১০:১০ এএম, ২৩ জুলাই ২০১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫ জুলাই বৃহস্পতিবার দর হারানোর শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। এ দিন প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত কার্যদিবস বুধবার প্রতিষ্ঠানটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২২ টাকা ৮০ পয়সায়। বৃহস্পতিবার লেনদেন শেষে কমে দাঁড়িয়েছে ২১ টাকা ৬০ পয়সা।

দরপতনের শীর্ষে থাকা অন্য ৯ প্রতিষ্ঠান হলো :  মেঘনা পিট ৪ দশমিক ৮৪ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্স ৪ দশমিক ৪৬ শতাংশ, হাক্কানী পাল্প ৪ দশমিক ১৭ শতাংশ, সায়হাম কটন ৩ দশমিক ৭৯ শতাংশ, ন্যাশনাল হাউজিং ৩ দশমিক ৪০ শতাংশ, বিডি থাই ২ দশমিক ৮৪ শতাংশ, এসিআই ফরমুলেশন ২ দশমিক ৮১ শতাংশ, জেমিসি সি ফুড ২ দশমিক ৭৯ শতাংশ এবং শাহাজীবাজার পাওয়ারের দর হারিয়েছে ২ দশমিক ৭২ শতাংশ।

এসআই/এসএইচএস/আরআইপি