রমজানে বাজার নিয়ন্ত্রণে টিসিবিকে পদক্ষেপ নেয়ার সুপারিশ
আগামী রমজানে তেল, ডাল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখার জন্য টিসিবিকে আগাম পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সোমবার জাতীয় সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী বৈঠকে এই সুপারিশ করা হয়। খবর বাসস
মো. তাজুল ইসলাম চৌধুরী এমপির সভাপতিত্বে এ বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি ওয়ারেসাত হোসেন বেলাল, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং লায়লা আরজুমান বানু অংশ নেন।
বৈঠকে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫৩ ধারায় ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে ২০১৮ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪৬ লাখ ৬৪ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি আইনের অন্যান্য ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ পর্যন্ত সর্বমোট ২৭ কোটি ৬২ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
বৈঠকে বিগত ২৪তম সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং টিসিবির কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রোগ্রামে কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএমজেড/এমএস