ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

৫ হাজার ডলার অগ্রিম প‌রি‌শোধ কর‌তে পার‌বে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

জরুরি প্রয়োজনে বাংলাদেশ ব্যাং‌কের অনুম‌তি ছাড়াই এখন থেকে রফতানিকারকের পক্ষে পাঁচ হাজার ডলার পর্যন্ত অগ্রিম প‌রি‌শোধ কর‌তে পার‌বে বাণিজ্যিক ব্যাংকগুলো।

রফতানিকারকের বৈদেশিক মুদ্রায় খোলা এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্টে অর্থ না থাকলেও এখন থেকে ব্যাংকগু‌লো এই অগ্রিম অর্থ পরিশোধ করতে পার‌বে।

সম্প্র‌তি বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই একজন রফতানিকারক ইআরকিউ অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের রিপেমেন্ট গ্যারান্টি ছাড়াই ব্যবসায়িক লেনদেন মেটাতে ২৫ হাজার ডলার পর্যন্ত অগ্রিম পরিশোধ করতে পারেন। এখন থেকে জরুরি প্রয়োজনে ব্যাংক রফতানিকারকের পক্ষে ৫ হাজার ডলার অগ্রিম পরিশোধ করতে পারবে। পরে অ্যাকাউন্টে অর্থ জমা হলে ব্যাংক তা সমন্বয় করে নেবে।

সংশ্লিষ্টরা জানান, অর্থ না থাকলেও অগ্রিম পরিশোধের সুযোগের ফলে রফতানিকারকদের এখন আর বাড়তি দাম দিয়ে বাজার থেকে ডলার কেনার প্রয়োজন হবে না। এ প্রক্রিয়ায় বেশি উপকার পাবেন ক্ষুদ্র ও মাঝারি শ্রেণির রফতানিকারকরা।

এসআই/এমএমজেড/পিআর

আরও পড়ুন