ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সপ্তাহে তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

শেষ সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠান শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিগুলো।

কোম্পানি তিনটি হলো- লংকাবাংলা ফাইন্যান্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং আইডিএলসি ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে লভ্যাংশ ঘোষণার পাশাপাশি লভ্যাংশপ্রাপ্ত যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট এবং ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করেছে।

লংকাবাংলা ফাইন্যান্স
কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের সাড়ে ৭ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ। লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মার্চ। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মাইডাস সেন্টারে সকাল ১০টায় এ সভা হবে।

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স
কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ মার্চ। লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মার্চ। রাজধানীর গুলশানে অবস্থিত স্পেক্ট্রা কনভেনশন সেন্টার সকাল ১১টায় এ সভা হবে।

আইডিএলসি ফাইন্যান্স
কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ। লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মার্চ। রাজধানীর হোটেল রেডিসান ব্লুতে সকাল ১০টায় এ সভা হবে।

এমএএস/বিএ/আরআইপি

আরও পড়ুন