আয় বেড়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। যা আগের বছরের তুলনায় ১৪ পয়সা বা ৩০ দশমিক ৪৩ শতাংশ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪৬ পয়সা। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অর্ধবার্ষিকী প্রান্তিকের (জানুয়ারি, ১৫–জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে প্রথম ছয় মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা করেছে দুই কোটি আট লাখ ৮০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল এক কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা।
কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরে ১৫ শতাংশ বোনাস শেয়ার বিবেচনা করলে শেয়ার প্রতি আয় (ইপিএস) হবে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪০ পয়সা। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
এসআই/এএইচ/এমএস