চার প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
শেষ সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি মিউচ্যুয়াল ফান্ডসহ মোট চারটি প্রতিষ্ঠান ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত বছরে ইউনিট ও শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
প্রতিষ্ঠান চারটি হলো- জিএসপি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স এবং এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ২০১৭ সালে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে শেয়ারহোল্ডাদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
একই সঙ্গে কোম্পানিগুলো লভ্যাংশ প্রাপ্ত যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট এবং ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখও নির্ধারণ করেছে।
জিএসপি ফাইন্যান্স : কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২৩ দশমিক ৫০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা ( এজিএম) নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সকাল বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে।
আইপিডিসি ফাইন্যান্স : এই আর্থিক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি। লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মার্চ।
প্রাইম ইন্স্যুরেন্স : শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে সাধারণ বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স লি.। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মার্চ। ওই দিন সকাল ১১টায় ঢাকা ক্লাবে এজিএম অনুষ্ঠিত হবে।
এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটির ট্রাস্টি বোর্ড ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ মার্চ।
এমএএস/এমএমজেড/এমএস