প্রবৃদ্ধি বাড়লেও অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা
চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ। যা লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ২৩ শতাংশ কম । মঙ্গলবার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, আলোচ্য সময়ে রফতানির লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ১৩৭ কোটি ৩ লাখ ডলার। এ সময়ে আয় হয়েছে ২ হাজার ১৩২ কোটি ৪৯ লাখ ডলার। এর আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ হাজার ১ কোটি ৩২ লাখ ডলার।
ইপিবির প্রতিবেদনে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরে রফতানি আয় অর্জিত হয়েছিল ৩ হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ ডলার। ২০১৭-১৮ অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৫০ কোটি ডলার। অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রফতানি আয় দাঁড়িয়েছে ২ হাজার ১৩২ কোটি ৪৯ লাখ ডলার।
এর আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ হাজার ১ কোটি ৩২ লাখ ডলার। অর্থাৎ রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ। গত সাত মাসের রফতানির লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ১৩৭ কোটি ৩ লাখ লাখ ডলার। এ সময়ে রফতানি আয় লক্ষ্যমাত্রা শূন্য দশমিক ২৩ শতাংশ কম অর্জিত হয়েছে।
প্রতিবেদনের তথ্য মতে, দেশের পণ্য রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। ২০১৭-১৮ অর্থবছরে জুলাই-জানুয়ারি মাসে ১ হাজার ৭৬৫ কোটি ৫১ লাখ মার্কিন ডলারের পোশাক রফতানি করেছে বাংলাদেশ। তার আগের অর্থবছরের একই সময়ে ১ হাজার ৬৪১ কোটি ৩২ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছিল। গত বছরের তুলনায় পোশাক রফতানিতে ৭ দশমিক ৫৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। জুলাই-জানুয়ারি মাসে রফতানির লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭১৮ কোটি ৯৬ লাখ ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ২ দশমিক ৭১ শতাংশ।
গত সাত মাসে ৮৭৪ কোটি ৪৭ লাখ ডলারের ওভেন পোশাক ও ৮৯০ কোটি ৬৩ লাখ ডলারের নিট পোশাক রফতানি হয়েছে। আগের অর্থবছরের তুলনায় নিট পোশাকে ১০ দশমিক ৫০ শতাংশ ও ওভেন পোশাকে ৪ দশমিক ৭৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। পাশাপাশি নিটওয়্যার ও ওভেন পোশাকে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। নিটওয়্যার পোশাকে রফতানিতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৩ দশমিক ৪৯ শতাংশ। ওভেন পোশাকে লক্ষ্যমাত্রা ১ দশমিক ৯৩ শতাংশ অর্জিত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন কারণে সক্ষমতা হারিয়ে প্রায় ১ হাজার ২০০টি কারখানা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে অ্যাকোর্ড, অ্যালায়েন্স’র পরিদর্শনের পর কিছু কারখানা আংশিক, সাময়িক ও পূর্ণাঙ্গভাবে বন্ধ হয়ে গেছে।
ব্যাংক ঋণ ও বাড়িভাড়াসহ অন্যান্য ব্যয় মিটিয়ে অনেকের পক্ষে টিকে থাকা সম্ভব হচ্ছে না। এছাড়া চট্টগ্রাম বন্দর নিয়ে কঠিন সঙ্কটের মুখে পোশাক শিল্প। তারপরও পোশাক রফতানি আয়ে প্রবৃদ্ধি ও লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কিন্তু আমরা দুশ্চিন্তায় আছি সামনের দিনগুলো নিয়ে।
বিজিএমইএ প্রেসিডেন্ট বলেন, পোশাক তৈরির উপকরণ বোঝাই জাহাজকে পণ্য খালাসের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে, পণ্য খালাস করতে না পারায় কন্টেনার ভাড়া বাবদ বন্দর ও জাহাজ কোম্পানিতে অতিরিক্ত জরিমানা প্রদান করতে হচ্ছে।
তিনি বলেন, টানা আড়াই মাসের বেশি সময় ধরে বন্দরে জাহাজজট চলমান থাকার পরিস্থিতির সঙ্গে এখন যুক্ত হয়েছে জাহাজীকরণ জটিলতা রফতানি কন্টেনার না নিয়েই জাহাজের বন্দর ছেড়ে যাওয়ার ঘটনা, যা ইতিহাসে কখনই ঘটেনি। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিদেশি ক্রেতারাও সময় মতো পোশাক পাবে না।
ইপিবির প্রতিবেদন অনুসারে, অর্থবছরের প্রথম সাত মাসে মাছ রফতানি করে ৩৫ কোটি ৩৯ লাখ ডলার আয় এসেছে। গত বছরের একই সময়ে এ খাতে ৩২ কোটি ৯১ লাখ ডলার আয় আসে। সে হিসাবে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ৫৫ শতাংশ। অর্থবছরের প্রথম সাত মাসে কৃষিখাতে রফতানি হয়েছে ৩৫ কোটি ৯৯ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ খাতে ৩০ কোটি ৮১ লাখ ডলার আয় আসে। সে হিসাবে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৬ দশমিক ৮১ শতাংশ।
একই সঙ্গে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৯ দশমিক ৬৪ শতাংশ। গত সাত মাসে পাট ও পাট জাতীয় পণ্য রফতানি হয়েছে ৬৬ কোটি ১৮ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ খাতে ৫৬ কোটি ৩৯ লাখ ডলার আয় আসে। সে হিসাবে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৭ দশমিক ৩৬ শতাংশ। এছাড়া জুলাই-জানুয়ারি মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬১ শতাংশ কম প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আয় হয়েছে ৭০ কোটি ৯৫ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৭৯ শতাংশ কম।
এমএ/এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ তথ্যপ্রযুক্তি খাতে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন জরুরি
- ২ লক্ষ্মীপুরে জুয়েলারি ব্যবসায়ী হত্যায় জড়িতদের শাস্তি দাবি বাজুসের
- ৩ বিজিএমইএ প্রশাসক-তাইওয়ান টেক্সটাইল ফেডারেশন প্রতিনিধিদলের বৈঠক
- ৪ সর্বাধুনিক মেশিনে আটা-ময়দা-সুজি উৎপাদন শুরু করলো প্রাণ
- ৫ রোববার থেকে ঢাকার ১৩ স্থানে ন্যায্যমূল্যে ডিম বিক্রি