শেষবেলায় ‘আখেরি অফার’
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হতে আর মাত্র পাঁচদিন বাকি। শেষবেলায় এসে ক্রেতা-দর্শনার্থীদের আকর্ষণের কোনো সুযোগই হাতছাড়া করছেন না বিক্রেতারা। বিক্রি বাড়াতে ছাড় আর অফার বাড়িয়েছে স্টলগুলো। পণ্য ভেদে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে।
কাপড়ের স্টলগুলো ছাড়ের নামে ‘আখেরি অফার’ দিচ্ছে। ক্রেতারাও এসব সুযোগ লুফে নিচ্ছেন। মেলার শেষদিকে এসে এ কারণে বিক্রিও বেড়েছে।
মেলা ঘুরে দেখা যায়, মেলাজুড়ে চলছে নানা অফার। একটি কিনলে ১০টি ফ্রি, একটি কিনলে ১৩টি ফ্রি এবং মূল্যছাড়সহ বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ক্রেতাদের নিজেদের স্টল বা প্যাভিলিয়নে টানার চেষ্টা করছেন বিক্রেতারা।
ক্রেতারাও সুযোগ বুঝে লুফে নিচ্ছেন এসব অফার। মেলায় বিভিন্ন ক্রোকারিজ পণ্য ও কাপড়ের স্টলগুলোতে বেশি মূল্যছাড় দেয়া হচ্ছে। পোশাক হিসেবে বরাবরই ব্লেজারের কদর রয়েছে। শীতে স্টাইলিশ আউটফিট হিসেবে হরেক রকমের ব্লেজার তরুণ-তরুণীদের গায়ে দেখা যায়। বাণিজ্য মেলায় সব বয়সী ক্রেতাদের কথা মাথায় রেখে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ব্লেজারে নিয়ে এসেছে বিশেষ অফার।
মেলার প্রীতি ট্রেডার্স, জসিম এন্টারপ্রাইজ, জান্নাত লেদার গার্ডেন, শাওন ট্রেডার্সসহ বেশ কয়েকটি দোকান ঘুরে দেখা যায়, বিশেষ অফারে বিক্রি হচ্ছে শীতের অন্যতম ফ্যাশন হিসেবে পরিণত হওয়া ব্লেজার। জসিম এন্টারপ্রাইজের ইনচার্জ আজহার উদ্দিন বলেন, চার ধরনের ব্লেজার বিক্রি করছি। সবগুলোর দাম মেলা উপলক্ষে মাত্র দেড় হাজার টাকা রাখা হচ্ছে। শোরুমে যেগুলোর মূল্য রাখা হয় আড়াই হাজার টাকা। এখন আমরা শেষ অফার অর্থাৎ ‘আখেরি অফার’ বা ‘গোল্ডেন অফার’ দিচ্ছি। এক হাজার ২০০ টাকা থেকে শুরু করে এক হাজার ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙ ও সাইজের ব্লেজার। এছাড়া কোট, কোটিতে ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে।
প্রীতি ট্রেডার্সের সোহেল বলেন, মেলার শেষবেলায় প্রতি বছরই এমন মূল্যছাড় দেয়া হয়। এবারও দেয়া হচ্ছে। আমরা সাধারণত শীতের কাপড় বিক্রি করি। শীতও শেষের দিকে। এ কারণে ছাড় দিয়ে সব কাপড় বিক্রি করে ভালোভাবে এবারের বাণিজ্য মেলা শেষ করতে চাই।
স্পেশাল অফারে মাত্র ৯৯৯ টাকায় তিনটি থ্রি-পিস বিক্রি করছে ‘আবু বকর ফ্রেবিক্স’। এছাড়া ৫০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে এক সেট থ্রি-পিস। মেলায় বিভিন্ন কাপড়ের স্টলগুলোতে স্পেশাল অফারে এক হাজার টাকায় তিনটি শাড়ি বিক্রি করতে দেখা যায়। মেলায় অবস্থিত ক্রোকারিজ পণ্যের স্টলগুলোতে গিয়ে দেখা যায়, একটি কিনলে ১০টি ফ্রি, একটি কিনলে ১৩টি ফ্রি- এমন ‘বিশেষ অফার’ দেয়া হচ্ছে। এছাড়া পণ্যভেদে ৩০-৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে।
রাজধানীর মিরপুর থেকে আসা ক্রেতা সাবিনা রহমান বলেন, প্রতি বছরই মেলার শেষদিকে এসে মূল্যছাড় থাকে। সব ক্রেতাই এ সময়ের জন্য অপেক্ষা করেন। তাই মূল্যছাড় কাজে লাগিয়ে নিজের প্রয়োজনীয় পণ্য কিনতে এসেছি।
যাত্রাবাড়ী থেকে আসা সিয়াম হক বলেন, অফার কাজে লাগিয়ে একটি মাইক্রোওয়েভ ওভেন কিনেছি। সবচেয়ে খুশির খবর হচ্ছে এর সঙ্গে আরও নয়টি ক্রোকারিজ পণ্য ফ্রি পেয়েছি।
এমএ/এমএআর/এমআরএম/আইআই