ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এনসিসি ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮

এনসিসি ব্যাংকের ৪০০ কোটি টাকার নন-কনভারটিবল সাব অর্ডিনেট বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত ৬২৫তম নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি জানিয়েছে, এনসিসি ব্যাংকের ৪০০ কোটি টাকা বন্ডের মেয়াদ হবে সাত বছর। এর বৈশিষ্ট হলো- নন-কনভারটিবল, তালিকাভুক্ত, পূর্ণ অবসায়ন এবং সাব অর্ডিনেট বন্ড।

এ বন্ডটি ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট বডি, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড এবং উচ্চ সম্পদশালীরা কিনতে পারবেন। বন্ড ইস্যু করা হবে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে।

বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে এনসিসি ব্যাংক টায়ার টু বেস শর্ত পূরণ করবে। বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা। এর ট্রাস্টি হিসাবে কাজ করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

এমএএস/এএইচ/এমএস