ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

মেলায় বাণিজ্যমন্ত্রীর সেলফি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৪৫ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে এসে সেলফি তুললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার রাতে বাণিজ্য মেলা প্রাঙ্গণে প্রবেশ করেন বাণিজ্যমন্ত্রী। মেলার মাঠে মন্ত্রীর আগমন বেশ উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা।

সোমবার রাত ৮টার দিকে ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে মন্ত্রী সোজা হাঁটতে থাকেন মেলা প্রাঙ্গণের দিকে। কিছুদূর এগিয়েই একটি স্টলের সামনে থমকে দাঁড়ান।

মেলার মাঠে মন্ত্রীকে এমন অবস্থায় পেয়ে অনেকেই সেলফি তুলে নেন। আবার অনেকে বাণিজ্যমন্ত্রীর মেলা প্রাঙ্গণে ঘোরাঘুরির দৃশ্য মোবাইলের ক্যামেরায় ছবি তুলে নেন। এক পর্যায়ে মন্ত্রী তোফায়েল পকেট থেকে মোবাইল বের করে নিজেও সেলফি তোলেন।

সেলফি তুলেই বাণিজ্যমন্ত্রী সোজা হাঁটা শুরু করেন মেলার পশ্চিম দিকে। মেলার মাঝ বরাবর এসে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন দেখে থমকে দাঁড়ান তোফায়েল। সোজা ঢুকে পড়েন প্যাভিলিয়নটিতে। যেখানে বঙ্গবন্ধুর জীবনীর কিছু অংশ তুলে ধরা হয়েছে। পুরো প্যাভিলিয়নটি ঘুরে ঘুরে দেখেন বাণিজ্যমন্ত্রী।

এরপর প্যাভিলিয়নটি থেকে বের হয়ে মেলায় অংশ নেয়া একাধিক প্রতিষ্ঠানের প্যাভিলিয়নে প্রবেশ করে ঘুর ঘুরে দেখেন বাণিজ্যমন্ত্রী।

মেলা প্রাঙ্গণে বাণিজ্যমন্ত্রীর এমন ঘোরাঘুরি বেশ উপভোগ করেন মেলার উপস্থিত দর্শনার্থীরা। মিরপুর থেকে আসা রোকসানা বলেন, মন্ত্রী আজ সাধারণ মানুষের কাতারে নেমে এসেছেন। আমাদের মতো বাণিজ্যমন্ত্রীও নিজের পায়ে হেঁটে হেঁটে বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরছেন। এটি দেখতে খুব ভালো লেগেছে। আসলে বিখ্যাত মানুষ কোনো স্থানে উপস্থিত হলেই সেই স্থানের চিত্র বদলে যায়।

ধানমন্ডি থেকে আসা রুবেল হোসেন বলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর। বঙ্গবন্ধু তোফায়েল আহমেদকে খুব ভালোবাসতেন। এমন একজন মানুষ আমাদের মতো নিজ পায়ে হেঁটে হেঁটে বাণিজ্য মেলা দেখছেন, এটা খুব ভালো লেগেছে।

এমএএস/বিএ

আরও পড়ুন