প্রতিদিন বিক্রি ২ হাজার পিস কাপ নুডলস
স্বাস্থ্যসম্মত খাবারের স্বনামধন্য ব্র্যান্ড প্রাণ মিস্টার নুডলস। এবারের বাণিজ্য মেলায় প্রতিদিন প্রায় দুই হাজার কাপ নুডলস বিক্রি করছে প্রতিষ্ঠানটি। ছুটির দিন শুক্র ও শনিবার এ সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে প্রায় পাঁচ হাজারে।
মিস্টার নুডলসের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান মেলায় আগত দর্শনার্থীরা। অল্প টাকায় ক্ষুধা নিবারণের সুযোগ পেয়ে মেলায় আগত প্রায় সবাই সেটা কাজে লাগাচ্ছেন। মেলার শুরুর দিন থেকে প্রতিষ্ঠানটির বেচাবিক্রিও ভালো।
প্রাণ মিস্টার নুডলসের ৮ নম্বর প্যাভিলিয়নের ইনচার্জ মোমিনুল হক বলেন, মেলায় বেশ কয়েকটি স্টলে তাদের নুডলস বিক্রি হচ্ছে। এর মধ্যে ৮ নম্বর প্যাভিলিয়নের পাশে পাওয়া যাচ্ছে রেডি কাপ নুডলস। ৬০ গ্রামের একটি কাপ নুডলস রেডি অবস্থায় বিক্রি হচ্ছে মাত্র ৪০ টাকায়। মেলায়
ক্রেতা-দর্শনার্থীদের মধ্যে এর চাহিদা বেশ। একটু গরম পানি দিয়ে ভিজিয়ে সেটা খাওয়া যাচ্ছে। এখানে গরম পানিরও ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, এবারের মেলায় প্রতিদিন প্রায় দুই হাজার কাপ নুডলস বিক্রি হচ্ছে। শুক্র ও শনিবার সেটি বেড়ে দাঁড়াচ্ছে প্রায় পাঁচ হাজার কাপে। লক্ষ্যমাত্রা পূরণের খুব কাছাকাছি অবস্থানে আছি আমরা।
‘যে প্রত্যাশা নিয়ে বাণিজ্য মেলায় অংশগ্রহণ ইতোমধ্যে তা অর্জিত হয়েছে। আশা করছি আসছে দিনগুলোতে আরো বেশি ক্রেতা পাবো’- যোগ করেন তিনি।
প্রাণ মিস্টার নুডলস এবারের মেলা উপলক্ষে ৪০ গ্রাম কাপ নুডলসের ২৮ পিসের একটি বক্সের প্যাকেজ দিচ্ছে। এটির বাজার মূল্য ৩৯৫ টাকা। মেলায় জন্য তা রাখা হচ্ছে ৩৭৫ টাকায়। এর চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া ৬০ গ্রামের প্রাণ নুডলসের ক্ষেত্রে চার পিসের বক্স কিনলে একটি ফ্রি দেয়া হচ্ছে। একই সঙ্গে ৪০ গ্রামের নুডলসের ক্ষেত্রে দেয়া হচ্ছে ১০ শতাংশ ছাড়।
গতকাল প্যাভিলিয়নের পাশে বেশ কয়েকজনকে দেখা যায় রেডি কাপ নুডলস খেতে। তাদের একজন সাদিয়া ইসলাম। বলেন, শ্যামলি থেকে মেলায় ঘুরতে আসা। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যায়। এখানে এসে মাত্র ৪০ টাকায় কাপ নুডলস খেয়ে নাস্তা সারলাম। অন্য কোথাও নাস্তা করতে তো ১৫০-২০০ টাকা লেগে যেতো। এমন আয়োজন রাখায় তিনি প্রাণ মিস্টার নুডলস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এমইউএইচ/এমএআর/আইআই