ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১১ জানুয়ারি ২০১৮

টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সবকটি মূল্য সূচক কিছুটা বেড়েছে। কমেছে লেনদেনের পরিমাণ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্য সূচক ও লেনদেন কমেছে। সেই সঙ্গে দুই বাজারেই কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম।

ডিএসইতে লেনদেন হওয়া ১০৭টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৫টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৬২টির। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৫১ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৩৯ কোটি ৩০ টাকা।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্য সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬০ পয়েন্টে অবস্থা করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯১ পয়েন্টে।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের ১৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল।

লেনদেনে এরপর রয়েছে- আমরা নেটওয়ার্ক, ন্যাশনাল টিউবস, বিডি থাই, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, সিটি ব্যাংক এবং ইসলামী ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স দশমিক ৩৩ পয়েন্ট কমে ১১ হাজার ৫৩৫ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ২০ কোটি ৯২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩১ কোটি ৪৭ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৬টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

এমএএস/এমআরএম/আইআই

আরও পড়ুন