ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

কাজী ফার্মস’র চার প্যাকেজ, আছে নগদ ছাড়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১০ জানুয়ারি ২০১৮

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চারটি প্যাকেজ নিয়ে এসেছে কাজী ফার্মস কিচেন। প্রতিটি প্যাকেজে ক্রেতাদের দেয়া হচ্ছে নগদ ছাড়। সেই সঙ্গে প্যাকেজের বাইরে পণ্য কিনেও নগদ ছাড় পাচ্ছেন ক্রেতারা।

প্যাকেজের পাশাপাশি মেলার আকর্ষণ হিসেবে কাজী ফার্মস কিচেন চারটি নতুন স্বাদের ফ্রোজেন ফুড নিয়ে এসেছে। এতেও নগদ ছাড় দেয়া হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির ইনচর্জ মো. রিপন। বলেন, মেলা উপলক্ষে নতুন চার স্বাদের যে ফ্রোজেন ফুড আনা হয়েছে তা আড্ডা, বিকালের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করা যাবে। মেলা উপলক্ষে এর প্রতিটিতে নগদ ছাড় দেয়া হচ্ছে। এক আইটেমে ক্রেতারা সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন।

১৮৫ টাকা দামের চিকেন শামি কাবাব বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ২৫০ টাকার শ্রিম্প নোবাশি মেলায় আগত ক্রেতারা পাচ্ছেন ২১৫ টাকায়। ৫০০ গ্রাম ভেজিটেবল সিঙ্গারার দাম রাখা হচ্ছে ১০০ টাকা, যার প্রকৃত মূল্য ১২০ টাকা। ২৬০ টাকার ৫০০ গ্রাম চিকেন সমুচা বিক্রি হচ্ছে ২২০ টাকায়।

রিপন জানান, মেলার ক্রেতাদের ৪৬৫, ৬২৫, ৭৭০ ও এক হাজার ১০৫ টাকা মূল্যের চারটি প্যাকেজ দেয়া হচ্ছে। এর মধ্যে ৪৬৫ টাকার প্যাকেজ কিনলে ক্রেতারা ফ্রি পাচ্ছেন ৭৫ টাকা দামের প্লেইন পরোটা। প্যাকেজের আওতায় রয়েছে- ৯০ টাকার ডালপুরি, ১৮০ টাকার চিকেন টিজারস, ৮০ টাকার ভেজিটেবল সিঙ্গারা (৩০০ গ্রাম) এবং ১১৫ টাকার স্পাইসি চিকেন সসেজ (৫ পিস)।

৬২৫ টাকার প্যাকেজে রয়েছে- ১৮৫ টাকার শ্রিম্প স্পিং রোল, ১৫০ টাকার স্পাইসি চিকেন মিটবল, ৮০ টাকার (৩০০ গ্রাম) ভেজিটেবল সিঙ্গারা এবং ২১০ টাকার চিকেন স্ট্রিপস। এ প্যাকেজ নিলে ক্রেতারা ফ্রি পাবেন ১১৫ টাকার স্পাইসি চিকেন সসেজ।
১৫০ টাকার স্পাইসি চিকেন মিটবল ফ্রি দেয়া হচ্ছে ৭৭০ টাকার প্যাকেজে। এ প্যাকেজের আওতায় ক্রেতাদের কিনতে হবে- ১৪৫ টাকার চিকেন স্প্রিং রোল, ১৮০ টাকার শ্রিম্প সমুচা, ১১৫ টাকার চিকেন সসেজ, ৮০ টাকার ভেজিটেবল সিঙ্গারা এবং ২৫০ টাকার ফ্যামিলি পরোটা।

এক হাজার ১০৫ টাকার প্যাকেজে ফ্রি দেয়া হচ্ছে ২৫০ টাকা দামের ফ্যামিলি পরোটা। প্যাকেজের আওতায় ক্রেতাদের কিনতে হবে- ১১৫ টাকার স্পাইসি চিকেন নাগেটস, ৯০ টাকার কিমা পরোটা, ২১৫ টাকার (১০ পিস) স্পাইসি চিকেন সসেজ, ২১০ টাকার চিকেন স্ট্রিপস, ৮০ টাকার আলুপুরি, ১৩৫ টাকার (২৫০ গ্রাম) চিকেন সমুচা এবং ২২৫ টাকার চিকেন ললিপপ।

রিপন বলেন, প্যাভিলিয়ন থেকে বিভিন্ন খাদ্যপণ্যের পাশাপাশি বেলিসিমো আইসক্রিমও বিক্রি হচ্ছে। তবে শীতের কারণে আইসক্রিমের বিক্রি কম। অন্য সব পণ্য ভালোই বিক্রি হচ্ছে।

এমএএস/এমএআর/আরআইপি

আরও পড়ুন