ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

মুনাফা বেড়েছে বিএসসির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১০ জানুয়ারি ২০১৮

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (২০১৭ সালের জুলাই-সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে এ তথ্য জানিয়েছে।

ডিএসই জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা ৪ পয়সা বা ১২ শতাংশ বেড়েছে।

মুনাফা বাড়লেও কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য কিছুটা কমেছে। ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫২ টাকা ৬৯ পয়সা, যা ৩০ জুন শেষে ছিল ৫২ টাকা ৭০ পয়সা।

এদিকে প্রতিষ্ঠানটির পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো উন্নতি হয়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৩০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৬ পয়সা।

এমএএস/এএইচ/আরআইপি

আরও পড়ুন