ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দুই সপ্তাহে প্রবাসী আয় ৬৫.৫৯ কোটি ডলার

প্রকাশিত: ১১:৫২ এএম, ১৪ জুলাই ২০১৫

গত দুই সপ্তাহে ৬৫ কোটি ৫৯ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে। দুই সপ্তাহেই এই পরিমাণ প্রবাসী আয় সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, পরিবার-পরিজনরা যাতে দেশে সুষ্ঠ ও সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন সেই লক্ষেই এই সময়টাতে বেশি পরিমাণ অর্থ পাঠিয়ে থাকেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় দেশে এসেছে প্রায় ২০ কোটি ডলার।

বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৪৯ লাখ ডলার।

বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৪৩ কোটি ডলার। আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ লাখ ডলার।

এদিকে ঈদের ঠিক আগ মুহুর্তেও আন্তঃব্যাংক লেনদেনে সুদ হার সহনীয় পর্যায়ে রয়েছে। ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত তারল্য থাকায় আন্তঃব্যাংকে সুদ হার বাড়েনি।

এসএ/একে/আরআইপি