ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এনবিআরে ২১২ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২১২ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। এসব কর্মকর্তা সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) থেকে রাজস্ব কর্মকর্তা (আরও) হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সম্প্রতি এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-৩) খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তাদের সঠিকভাবে রাজস্ব আহরণে অধিকতর মনোনিবেশ করার নির্দেশনা দিয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘আমরা কর্মকর্তা-কর্মচারীদের সুনাম, কর্মদক্ষতা ও সার্বিক কাজের মূল্যায়নে ‘রিপোর্ট কার্ড’ চালু করেছি। রিপোর্ট কার্ডের ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের লাল, হলুদ ও সবুজ রঙে চিহ্নিত করা হয়। ‘জিরো টলারেন্স নীতি’ আর রিপোর্ট কার্ডের মাধ্যমে কাজের মূল্যায়নের ফলে কর্মকর্তা-কর্মচারীরা ধীরে ধীরে ভালোর দিকে ধাবিত হচ্ছে।’

পদোন্নতির মাধ্যমে তাদের কাজের গতি বৃদ্ধি পাবে বলেও মনে করেন তিনি।

এমএ/বিএ/জেআইএম

আরও পড়ুন