ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

জেলা পর্যায়ে মূসক সম্মাননা পেল ১১০ ব্যক্তি-প্রতিষ্ঠান

প্রকাশিত: ১২:৩১ পিএম, ১২ জুলাই ২০১৫

২০১৩-১৪ অর্থবছরে জেলা পর্যা্য়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) প্রদানকারী ১১০ ব্যক্তি-প্রতিষ্ঠান পেয়েছে মূসক সম্মাননা। রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আনুষ্ঠানিকভাবে এসব সম্মাননা তুলে দেন।

যেসক প্রতিষ্ঠান সম্মাননা পেয়েছে : ঢাকা জেলার প্রমি এগ্রো ফুডস (উৎপাদন), ফাইবার অ্যাট হোম (সেবা) ও পান্না ডিস্ট্রিবিউশন লিমিটেড (ব্যবসা)।

মুন্সিগঞ্জ জেলায় ভাগ্যকুল নেটওয়ার্ক (সেবা) ও সজীব এন্টারপ্রাইজ (ব্যবসা)। নরসিংদী জেলায় প্রাণ ডেইরি (উৎপাদন) ও ড্রিম হলিডে (সেবা)।

নারায়ণগঞ্জ জেলায় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ (উৎপাদন), মেঘনা এনার্জি (সেবা) ও আরএইচ ট্রেডিং (ব্যবসা)। গাজীপুরে পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ ও লিংকার্স অটোমোবাইল, ময়মনসিংহে তাকওয়া মার্কেটিং নেটওয়ার্ক, মানিকগঞ্জে উডমার্ক ফার্নিচার ও পেন্টা ট্রেডিং, টাঙ্গাইলে নর্থ বেঙ্গল সাইকেল, এলেঙ্গা রিসোর্ট ও জুপিটার এন্টারপ্রাইজ; জামালপুরে মা মিষ্টান্ন ভান্ডার (বুড়িমা), নেত্রকোনায় বাজাজ উৎসব, শেরপুরে বাজাজ কর্নার, কিশোরগঞ্জে এমএম খান ফুডস।

এছাড়া তালিকায় রয়েছে চট্টগ্রামে জেনসন অ্যান্ড নিকলসন, কেসিজে অ্যান্ড অ্যাসোসিয়েটেড ও ইন্টারফোল্ড ট্রেডিং, কুমিল্লায় মাতৃ ভান্ডার, এশিয়ান পেইন্টস ও পিইবি স্টিল অ্যালায়েন্স, ফেনীতে স্টার লাইন ফুড প্রডাক্ট, স্টার লাইন এসি বাস ও হাজি এন্টারপ্রাইজ, নোয়াখালীতে ফরিদ ইন্ডাস্ট্রিজ ও বিশ্বনাথ কর্মকার অ্যান্ড আদার্স, চাঁদপুরে ওয়ান মিনিট, ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি ও আল হেলাল হোটেল, সিলেটে সানটেক এনার্জি, পাঁচ ভাই রেস্টুরেন্ট ও আড়ং (ব্র্যাক), হবিগঞ্জে স্টার সিরামিকস, হোটেল আমাদ ও রহমান এন্টারপ্রাইজ, মৌলভীবাজারে ভাড়াউড়া চা বাগান ও সাউদানী অটোমোবাইল, সুনামগঞ্জে নুর লাইম ওয়ার্কস, ফুলকলি ও আবুল লেইছ অ্যান্ড সন্স, খুলনায় আবদুল্লা ব্যাটারি, সিটি ইন ও এশিয়ান পেইন্টস, বাগেরহাটে দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস ও হোটেল আল আমিন, সাতক্ষীরায় সুন্দরবন টেক্সটাইল মিলস, ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার ও আরকে ট্রেডিং, বরিশালে পদ্মা বোয়িং, বেস্ট ফুড গার্ডেন ও মেসার্স আবদুল মতিন মৃধা, পািরোজপুরে আকন ট্রেডিং, ঝালকাঠিতে আজীজ গাজী, শরীয়তপুরে এশিয়া বিডি ও বাজাজ সেন্টার, মাদারীপুরে চন্দ্রা রেস্ট হাউস ও সিগমা ট্রেডার্স, বরগুনায় হক কেমিক্যাল ওয়ার্কস ও হুমায়ুন স্টোর, ভোলায় এ রহমান অ্যান্ড সন্স, পটুয়াখালীতে পানজা বিড়ি ও সিকদার অটোস।

তালিকায় আরো রয়েছে রাজশাহীতে মুসলিম আয়ুর্বেদিক, রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার ও প্রাইড শাড়ি, বগুড়ায় পিসিএল প্লাস্টিক, এশিয়া সুইট মিট ও এশিয়ান পেইন্টস, পাবনায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার, সিরাজগঞ্জে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড ও আবদুল হামিদ ভুইয়া, নওগাঁয় নিউ ব্রাদার্স বিস্কুট, নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডার ও মেঘলা এন্টারপ্রাইজ, জয়পুরহাটে শর্ম্মা মিষ্টান্ন ভাণ্ডার, জয়পুরহাট সুগার মিল ও হাসান ট্রেডিং, চাঁপাইনবাবগঞ্জে ঈগলু ফুডস, আলাউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও অ্যানিমোন স্টোর, নাটোরে আনন্দময়ী স্টেইনলেস স্টিল ও নাটোর টাউন প্রেস, রংপুরে প্রাইম পুষ্টি, নীলফামারীতে আকিজ বিড়ি ফ্যাক্টরি, ঠাকুরগাঁওয়ে লায়ন সোপ ফ্যাক্টরি, গাওসিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও এসবি এন্টারপ্রাইজ, লালমনিরহাটে আকিজ বিড়ি ফ্যাক্টরি, পঞ্চগুড়ে স্মরণিকা এন্টারপ্রাইজ, দিনাজপুরে মেসার্স পাবনা সুইটস, গাইবান্ধায় নিবারণ চন্দ্র সাহা, যশোরে ওরিয়েন্টাল অয়েল ও হাসান ইন্টারন্যাশনাল, ফরিদপুরে তাজ ইন্টারন্যাশনাল, চুয়াডাঙ্গায় খান বাজাজ স্টোর, গোপালগঞ্জে টেকেরহাট ট্রেডার্স, রাজবাড়ীতে বদরুন্নেসা কেমিকেল এবং নড়াইলে শাহাবাজ ট্যুরিজম।

এসএ/এসএইচএস/আরআইপি