ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

প্রকাশিত: ০৫:২৯ এএম, ০৯ জুলাই ২০১৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। টাকার অংকে লেনদেনেও চাঙ্গাভাব লক্ষ্যকরা যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়।

বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম আধাঘণ্টায় সকাল ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৫৯১ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৯০ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ৮৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১১৩টির দাম বেড়েছে, কমেছে ৮২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬১৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৩৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩ কোটি  ৭৯ লাখ টাকা।

এসআই/এসকেডি/পিআর