অব্যাহত দরপতনে পুঁজিবাজার
পুঁজিবাজারে অব্যাহতভাবে চলছে দরপতন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজার দরপতন হয়েছে। কমেছে মূল্য সূচক। হ্রাস পেয়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। রোববারের চেয়ে কমেছে টাকার অংকে লেনদেনেও। অপর শেয়রবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র লক্ষ করা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ২ জুলাই থেকে টানা তিন কার্যদিবস ধারাবাহিক দর পতনে হচ্ছে পুঁজিবাজারে। সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে চার হাজার ৫২৬ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে এক হাজার ১১০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৪ পয়েন্টে অবস্থান করছে।
টাকায় অংকে লেনদেন হয়েছে ৪২৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৪৫ কোটি টাকা কম। রোববার লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি টাকা।
ডিএসইতে ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৬টির দাম বেড়েছে, কমেছে ২৬৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট কমে ৮ হাজার ৪৮৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৮৭টির, কমেছে ১১৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫ কোটি টাকা।
এসআই/এএইচ/এমএস