ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ব্যাংক শাখার নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা জারি

প্রকাশিত: ১০:৪৬ এএম, ০৫ জুলাই ২০১৫

বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখার নিরাপত্তা বাড়াতে আবারো নির্দেশনা জারি করলো বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, ব্যাংক শাখার প্রবেশ পথ, ক্যাশ শাখা, অভ্যন্তরে, আইটি রুমে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। সিসি ক্যামেরাগুলো সচল থাকতে হবে এবং প্রধান কার্যালয়ের সঙ্গে সংযুক্ত রাখতে হবে।

এতে আরো বলা হয়, সিসি ক্যামেরা তদারকির দায়িত্ব থাকবে একজন কর্মকর্তা। ফুটেজ পরবর্তী এক বছর সংরক্ষণ করতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকের প্রবেশে থেফট অ্যালার্ম স্থাপন করতে হবে। সেটি সব সময় যাতে কার্যকর থাকে এ বিষয়টিও দেখতে হবে। একই সঙ্গে ভল্টে অতিরিক্ত টাকা যাতে সংরক্ষণ করা না হয় সে বিষয়েও খেয়াল রাখতে হবে।

এছাড়া চুরি ও ডাকাতি প্রতিরোধে শাখায় অটো অ্যালার্ম পদ্ধতি রাখতে হবে বলেও আদেশে বলা হয়েছে।

এসএ/আরএস/আরআইপি