ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এবি ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৮ নভেম্বর ২০১৭

এবি ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার সাব অর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ৬১৭তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা।

এই বন্ড প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদধারী বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

বিএসইসি জানিয়েছে, বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ এবি ব্যাংক টায়ার-২ ক্যাপিটাল রিকোয়ারমেন্টের শর্ত পূরণে ব্যবহার করবে।

সাত বছর মেয়াদি বন্ডটি সাত বছরে পূর্ণ অবসায়ন হবে। এর বৈশিষ্ট্য হচ্ছে- নন কনভার্টেবল, সাবঅর্ডিনেটেড, ফ্লাটিং রেট, আনলিস্ট বন্ড।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড। আর ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে আরএসএ ক্যাপিটাল লিমিটেড।

এমএএস/এসএইচএস/এমএস

আরও পড়ুন