ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

মরিচের কেজি ১২০ টাকা

প্রকাশিত: ০৬:২৭ এএম, ০৩ জুলাই ২০১৫

রাজধানীর কাঁচাবাজারগুলোতে বেগুনের পর এবার আগুন লেগেছে কাঁচামরিচে। এক সপ্তাহের ব্যবধানে দাম দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকায়। মাংস ও অন্যান্য সবজি আগের বাড়তি দামে বিক্রি করলেও আরেক দফা বেড়েছে মাছ, বেগুন ও টমেটোর দাম। শুক্রবার সরেজমিনে রাজধানীর মতিঝিল, মুগদা খিলগাঁও কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।   

কাঁচামরিচের দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে বৃষ্টির কারণে কৃষকের মরিচ ক্ষেতে নষ্ট হয়েছে আবার অনেকে মরিচ তুলতে পারেননি। তাই সরবারহ কম থাকায় দাম বেড়েছে। এছাড়াও স্থানীয় বাজারে কাঁচামরিচের দাম বেশি।

রাজধানীর বাজারগুলোতে গত সপ্তাহে কাঁচামরিচ ছিল ৫০ থেকে ৬০ টাকা কেজি। এ সপ্তাহে তা দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। ৬০ টাকার টমেটো বিক্রি করছে ৭০-৮০ টাকা, গাজর ৫০ টাকা, লেবু প্রতি হালি প্রকার বেধে ২০-৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিকেজি শশা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। এছাড়ও দেশি পেঁয়াজ প্রতি কেজি ৪৫-৪৮ টাকা। ভারতীয় পেঁয়াজও বিক্রি হচ্ছে ৩৮-৪০টাকায়।

এদিকে রমজানের অন্যতম উপকরণ ছোলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ থেকে ৭০, বুট ৪০ থেকে ৪৪ টাকা খেসারির ডাল প্রতিকেজি ৫২-৫৬ টাকা, চিনি বিক্রি হচ্ছে ৪০-৪৪ টাকা দরে। মুসুরের ডাল প্রতিকেজি ৯০ থেকে ১০০ টাকা, দেশি মুসুরের ডাল প্রতিকেজি ১১০ টাকা থেকে ১২০ টাকা, মুগ ডাল প্রতিকেজি ১০০ থেকে ১২০ টাকা, অ্যাংকর ডাল ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচাবাজারে প্রতিকেজি সাদা আলু ২২-২৪ ও লাল আলু ৩২ টাকা। করলা ৪০ টাকা, পটল ৪০-৪৪ টাকা, ঝিঙে ৪০ টাকা, চিচিঙ্গা ৪০-৪২ টাকা, পেঁপে ৩০ টাকা, মিষ্টি কুমড়ার পিচ ১৫-২০ টাকা, লাউ ৪০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, কচুরলতি ৪০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ২৪-৩২ টাকায় বিক্রি করছে।  

প্রতি আঁটি লাউ শাক ১৫-২০ টাকা, লাল শাক ও সবুজ শাক ১৫ টাকা, পালং শাক ১০ টাকা, পুঁই শাক ২০ টাকা ও ডাটা শাক ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

প্রকার বেধে কেজি প্রতি দেশি রসুন কেজি প্রতি ৭০-৮০ টাকা, মোটা রসুন ৯০-১১০ টাকা ও এক দানা রসুন ১৬০ টাকা, আদা ১৪০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাংসর বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৩৯০ থেকে ৪০০ টাকা, খাসির মাংস ৫৮০-৬০০ টাকায় এবং বকরির মাংস বিক্রি করছে ৪৮০ থেকে ৫৪০ টাকা।

এ সপ্তাহে কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায় ও লেয়ার ১৯০ টাকা, কক মুরগি ২২০-২৫০ টাকা, দেশি মুরগি ৩৩০-৩৫০ টাকায় বিক্রি করছে।

ফার্মের লাল ডিম প্রতি হালি ২৮-৩০ টাকা এবং দেশি মুরগির ডিম ৩৮-৪০ টাকা ও হাঁসের ডিম ৩৫-৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

রাজধানীর খুচরা মাছের বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে।

খুচরা বাজারে প্রতি কেজি দেশি রুই ৩৫০-৪৫০ টাকা, কাতলা ৩৫০-৫০০ টাকা, তেলাপিয়া ২০০-২৫০, সিলভার কার্প ১৮০-২০০ টাকা, আইড় ৪৫০-৮০০ টাকা, গলদা চিংড়ি আকার বেধে ৮০০-১৪০০ টাকা, পুঁটি ২২০-২৫০ টাকা, মলা ৪০০ টাকা, বোয়াল ৪৫০-৫৫০ টাকা, শিং আকার বেধে ৬০০-১২০০, দেশি মাগুর ৬৫০-৭০০ টাকা, শোল মাছ ৪০০-৬০০ টাকা, পাঙ্গাস ১৩০-২২০ টাকা, চাষের কৈ ২৫০-২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ৮০০ গ্রামের ইলিশ মাছ বিক্রি করছে ১০০০-১২০০ টাকায়।

রাজধানীর খোলাবাজারে লিটার প্রতি বোটলজাত তেল বিক্রি হচ্ছে ৯৬-১০০ টাকায়।

এসআই/বিএ/এমএস