ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাটা সুর ২৩০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৬ নভেম্বর ২০১৭

শেয়ারহোল্ডার জন্য ২৩০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে বাটা সু লিমিটেড। এ লভ্যাংশের সম্পূর্ণটাই নগদ। বৃস্পতিবার অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভা শেষে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। একই সঙ্গে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রাপ্তযোগ্য বিনিয়োগকারী নির্ধারণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর। অর্থাৎ ৭ ডিসেম্বর যাদের কাছে বাটা সু’র শেয়ার থাকবে তারাই লভ্যাংশ পাবেন।

চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৬ টাকা ৭১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪৭ টাকা ৮৭ পয়সা।

এদিকে ৩০ সেপ্টেম্বর শেষে বাটা সু লিমিটেডের শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০৬ টাকা ১৯ পয়সা।

এমএএস/জেডএ/আইআই

আরও পড়ুন