ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

রোববার ৩৯ কোম্পানির লেনদেন চালু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৯ এএম, ১৬ নভেম্বর ২০১৭

রেকর্ড ডেটের পর আগামী রোববার পুঁজিবাজারে ৩৯ কোম্পানির লেনদেন চালু হবে। তবে রেকর্ড ডেটের কারণে ওই দিন ১১ কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

রোববার লেনদেন চালু হবে-বেঙ্গল উইন্ডসোর, ফার কেমিক্যাল, মুন্নু সিরামিক, মুন্নু জুট স্টাফলার্স, বিডি অটোকার্স, মিরাকল, দেশ গার্মেন্টস, এএমসিএল (প্রাণ), একটিভ ফাইন, এএফসি এগ্রো, রংপুর ফাউন্ড্রি, সাফকো স্পিনিং, জাহিন টেক্স, সাইফ পাওয়ারটেক, বিডিকম, পাওয়ার গ্রিড, ইনটেক, ন্যাশনাল পলিমার, আরামিট, ইয়াকিন পলিমার, নুরানী, বিডি থাই, ফু-ওয়াং সিরামিক, লিবরা ইনফিউশন, জেমিনি সী ফুড, বিবিএস, সায়হাম টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, তিতাস গ্যাস, বিবিএস কেবলস, শমরিতা হসপিটাল, আরামিট সিমেন্ট, স্ট্যান্ডার্ড সিরামিক, শ্যামপুর সুগার, জিলবাংলা, ন্যাশনাল ফিড, ড্যাফোডিল, ফরচুন এবং এমআই সিমেন্ট।

লেনদেন বন্ধ থাকবে-ম্যাকসন স্পিনিং, অলটেক্স, হাক্কানি পাল্প, সালভো কেমিক্যাল, এবি ব্যাংক, খান ব্রাদার্স, অলিম্পিক এক্সেসরিজ, ন্যাশনাল টি, ডেল্টা স্পিনিং, প্যাসিফিক ডেনিমস এবং জিকিউ বলপেন লিমিটেড। এ ১১ কোম্পানির লেনদেন ২০ নভেম্বর আবার চালু হবে।

এমএএস/এএইচ/আইআই