ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

৪,১৫,০০০ কোটি টাকার নির্দিষ্টকরণ বিল অনুমোদন

প্রকাশিত: ০৯:১২ এএম, ৩০ জুন ২০১৫

জাতীয় সংসদে মঙ্গলবার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ব্যয়ের বাইরে সরকারের বিভিন্ন ধরনের সংযুক্ত দায় মিলিয়ে মোট ৪ লাখ ১৫ হাজার ৩০৮ কোটি ১৮ লাখ ৮৮ হাজার টাকার নির্দিষ্টকরণ বিল পাস হয়েছে।

সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের কণ্ঠভোটে এ বিল পাস হয়। এরমধ্যে সংসদ সদস্যদের ভোটে গৃহীত অর্থের পরিমাণ ২ লাখ ৭১ হাজার ১৩১ কোটি ২১ লাখ ৪৩ হাজার টাকা। আর সংযুক্ত তহবিলের ওপর দায় ১ লাখ ৪৪ হাজার ১৭৬ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার টাকা।  

নির্দিষ্টকরণ বিলে সব থেকে বেশি ১ লাখ ৯৪ হাজার ৩৯৭ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা রাখা হয়েছে অর্থ বিভাগে। এরমধ্যে সংসদ সদস্যদের ভোটে গৃহীত অর্থের পরিমাণ ৬০ হাজার ৯৪১ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার টাকা। আর সংযুক্ত তহবিলের ওপর দায় ১ লাখ ৩৩ হাজার ৪৫৫ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার টাকা।
অপরদিকে সব থেকে কম ১৬ লাখ ৪৭ হাজার টাকা রাখা হয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ে। এ অর্থের সম্পূর্ণ সংযুক্ত তহবিলের ওপর দায়।

নতুন অর্থবছরের বাজেটের ওপর সংসদে উত্থাপিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ খাতের ৫৬টি মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধীদল জাতীয় পার্টির সাতজন ও তিনজন স্বতন্ত্র সদস্য ৫২৫টি বিভিন্ন ধরনের ছাঁটাই প্রস্তাব আনেন। তবে আলোচনা শেষে সবগুলো ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে বাতিল হয়। ছাঁটাই প্রস্তাবগুলো ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জনপ্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন খাত।

এইচএস/এআরএস/এমআরআই