ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬২ কোটি টাকা

প্রকাশিত: ০৮:৫৯ এএম, ৩০ জুন ২০১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে উভয় বাজারে সূচকে বড় ধরনের পরিবর্তন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ।

এর ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৫৯০ কোটি টাকা। ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৫৯০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ১৬২ কোটি টাকা বেশি। সোমবার লেনদেন হয়েছিল ৪২৮ কোটি টাকা।

মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৮৩ পয়েন্টে অবস্থান করছে। শরীয়া সূচক ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১২২ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন মোট ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১৭টির দাম বেড়েছে, কমেছে ৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন মোট ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৫১টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৬৯ লাখ টাকা।

এসআই/বিএ/এমআরআই