ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

মুনাফা কমেছে শাহজিবাজার পাওয়ারের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪০ পিএম, ১১ নভেম্বর ২০১৭

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ারের মুনাফা আগের বছরের তুলনায় কমেছে।

শনিবার অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে শাহজিবাজার পাওয়ারের করপরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ২০ কোটি ২৭ লাখ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ কোটি ১৪ লাখ টাকা।

আর চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৭ পয়সা। এ হিসাবে প্রতিটি শেয়ারের বিপরীতে মুনাফা কমেছে ৫০ পয়সা।

এদিকে জুলাই-সেপ্টেম্বর সময়ে শাহজিবাজার পাওয়ারের শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৫৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪১ পয়সা।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৮৬ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৩৫ টাকা ৫৩ পয়সা।

এমএএস/বিএ/আরআইপি

আরও পড়ুন