ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

হেপাটাইটিস সি’র ওষুধ আবিষ্কার করেছে বেক্সিমকো

প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৯ জুন ২০১৫

হেপাটাইটিস সি রোগের চিকিৎসায় `সফোভির-সি` নামে যুগান্তকারী ওষুধ তৈরি করেছে বাংলাদেশের শীর্ষ স্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। ট্যাবলেট আকারে তৈরি এ জীবন রক্ষাকারী ওষুধে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

সোমবার বেক্সিমকো ফার্মা কর্তৃপক্ষ এই ওষুধের কথা ঘোষণা করে। এ ব্যাপারে বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, যুগান্তকারী এই ওষুধ তৈরিতে ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত। এটির মূল্য বিশ্বের মধ্যে সর্বনিম্ন।

হেপাটাইটিস সি রোগের চিকিৎসায় বিদেশি প্রত্যেকটি ট্যাবলেটের দাম পড়ে এক হাজার ডলার। অথচ দেশে তৈরি বেক্সিমকোর ট্যাবলেট প্রতিটির দাম পড়বে মাত্র ৬০০ টাকা এবং ১২ সপ্তাহে পুরো কোর্সে শেষ করতে খরচ হবে ৫০ হাজার ৪০০ টাকা।

উল্লেখ্য, বিশ্বের জনসংখ্যার তিন শতাংশ (১৭০ থেকে ১৮৫ মিলিয়ন) হেপাটাইটিস-সি রোগে ভুগছে।

বিএ/আরআইপি