এডিপি বাস্তবায়নের হার বেড়েছে
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বেড়েছে। চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাস্তবায়ন হয়েছে ১৪ দশমিক ৫৩ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ১৩ দশমিক ৬ শতাংশ।
পরিকল্পনা বিভাগের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তৈরি করা সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, এডিপির বাস্তবায়ন গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। বন্যা ও বৃষ্টির মধ্যে চলতি বছর যেভাবে এডিপির বাস্তবায়ন এগিয়ে চলছে, এতে অর্থবছর শেষে কাঙ্ক্ষিত বাস্তবায়ন সম্ভব হবে।
জানা গেছে, গত চার মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে মোট ২৩ হাজার ৮৩৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ১৬ হাজার ৭৭২ কোটি টাকা। এ হিসাবে অনেক বেশি টাকা ব্যয় করা সম্ভব হয়েছে।
২০১৩-১৪ অর্থবছরের চার মাসে এডিপির বাস্তবায়ন হয়েছিল ১৪ শতাংশ, ২০১৪-১৫ অর্থবছরে ১৩ শতাংশ, ২০১৫-১৬ অর্থবছরে ১১ শতাংশ এবং গত ২০১৬-১৭ অর্থবছরে বাস্তবায়িত হয়েছিল ১৩ দশমিক ৬ শতাংশ।
এ হিসাবে দেখা যায়, চলতি অর্থবছরে বাস্তবায়নের হার বেশি।
এমএ/এনএফ/আইআই