ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সর্বোচ্চ ঋণমান পেল বিএটিবি

প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৯ জুন ২০১৫

শেয়ারহোল্ডারদের অর্থঋণ পরিশোধে শক্তিশালী ঋণমান এবং পারস্পরিক আস্থার স্বীকৃতি হিসেবে দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ঋণমান ‘ট্রিপল এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ প্রথমবারের মতো অর্জন করেছে শেয়ারবাজারের একমাত্র তালিকাভুক্ত তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ (বিএটিবি)।

কোম্পানির ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য তথ্যের ভিত্তিতে সম্প্রতি এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

বিএটিবির ফাইন্যান্স ডিরেক্টর উইলিয়াম পেগেল বলেন, এটি শেয়ায়হোল্ডারদের প্রতি কোম্পানির শক্তিশালী ও বিশ্বস্ত অর্থনৈতিক প্রতিশ্রুতির স্বীকৃতি। এ রেটিং কোম্পানি পরিচালনায় টেকসই, দক্ষ এবং স্থিতিশীল কর্মপরিবেশকে নির্দেশ করে।

‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং যেকোনো কোম্পানির জন্য সম্ভাব্য সর্বোচ্চ ঋণমান। এ রেটিং শেয়ারহোল্ডারদের অর্থঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় শেয়ারবাজারে কোম্পানির শক্তিশালী অবস্থানকে প্রকাশ করে।

উল্লেখ্য, বেসরকারি পর্যায়ে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশের প্রায় ১৫ শতাংশ শেয়ারের মালিক বাংলাদেশ সরকার এবং এ কোম্পানির বোর্ড অব ডিরেক্টর সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা নিয়ন্ত্রিত একটি বোর্ড। এই বোর্ডের সঠিক সিদ্ধান্ত এবং দিক নির্দেশনার মাধ্যমে কোম্পানির ব্যবসা পরিচালিত হয়ে থাকে।

বিএ/এমএস