ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্তরা ব্যাংক পরিচালনায় ব্যর্থ

প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৪

রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত ব্যাংকের পরিচালকরা ব্যর্থ হয়েছেন বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক সম্পর্কিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এর আগে ব্যাংকগুলোতে রাজনৈতিক বিবেচনায় পরিচালনা পর্ষদে সদস্য নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু তারা ব্যাংক পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। তাই আমরা সদস্য নিয়োগের ক্ষেত্রে সাবেক ব্যাংকারদের অগ্রাধিকার দিচ্ছি। এখন থেকে পেশাগতভাবে দক্ষ লোকদের এ পদে নিয়োগ দেয়া হবে।

উল্লেখ, জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে অর্থনীতিবীদ আবুল বারাকাত পুন:নিয়োগ পেতে মন্ত্রীর সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন। বুধবার সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরীকে জনতা ব্যাংকের নিয়োগ দেয়া হয়েছে।