ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএসইর দুই পরিচালক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩২ পিএম, ২২ অক্টোবর ২০১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক নির্বাচিত হয়েছেন মির্জ্জা সালমান ইস্পাহানি ও শাহজাদা মাহমুদ চৌধুরী। শেষ মুহূর্তে দুজন প্রতিদ্বন্দ্বী নাম প্রত্যাহার করে নেয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হলেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এবারের নির্বাচনে অংশগ্রহণের জন্য মির্জ্জা সালমান ইস্পাহানি, শাহজাদা মাহমুদ চৌধুরী, মো. সামসুল ইসলাম ও মো. ছায়েদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর মো. সামসুল ইসলাম ও মো. ছায়েদুর রহমান নিজেদের সরিয়ে নেন।

সিএসই নির্বাচনে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এক্ষেত্রে একেএম মোহসান উদ্দিন আহমেদ চৌধরীকে চেয়ারম্যান করা হয়। বাকি দুই সদস্য ছিলেন- মো. আক্তার হোসাইন ও সায়েদুল মোস্তফা চৌধুরী।

আগামী ২৫ অক্টোবর দু’জন শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য পূর্বনির্ধারিত ছিল। ওইদিন চট্টগ্রামে সিএসই ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট নেয়ার কথা ছিল। তবে এখন আর তার প্রয়োজন নেই।

এমএএস/জেডএ/জেআইএম

আরও পড়ুন