সূচকের ওঠানামায় চলছে লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ওঠানামা প্রবণতায় মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেন শুরতে নিম্নমুখী থাকলেও পরে কিছুটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এর আগে টানা চার কার্যদিবস দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে।
বুধবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় সকাল ১১টায় ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৯৩ পয়েন্টে অবস্থান করছে। শরীয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০১ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৩৩ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ৫৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১১৯টির দাম বেড়েছে, কমেছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে একই সময়ে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৮ হাজার ৪১৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে সাড়ে ৪ কোটি টাকার।
এসআই/এআরএস/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশা মাফিক হয়েছে
- ২ এফডিআই হিটম্যাপ তৈরি করছে বিডা, নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের সহযোগিতা
- ৩ এস আলম-বেক্সিমকো যেই হোক, কোনো প্রতিষ্ঠান বন্ধ হতে দেবো না
- ৪ আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ১০ জেলায় স্মারকলিপি ও মানববন্ধন সিসিএসের
- ৫ ধীরগতির প্রকল্পে বরাদ্দ কমবে, গুরুত্বপূর্ণগুলোতে অগ্রাধিকার