জ্বালানি তেলের দাম ৫৬ ডলার ছাড়িয়েছে
সৌদি আরবের উৎপাদন হ্রাসের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। নভেম্বরে তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সম্মেলনকে কেন্দ্র করে মঙ্গলবার সৌদি আরব দৈনিক অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন ৫ লাখ ৫৬ হাজার ব্যারেলে নামিয়ে আনার ঘোষণা দেয়। এর পর আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৫৬ ডলার ছাড়িয়ে যায়। খবর রয়টার্স।
এদিন সোমবারের তুলনায় প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে দিন শেষে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের চেয়ে ৮২ সেন্ট বেড়ে ৫৬.৬১ ডলারে পৌঁছায়।
অপরদিকে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআইয়ের দাম আগের দিনের তুলনায় ১ ডলার ৩৪সেন্ট ( ২.৭ শতাংশ) বেড়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৫০ ডলার ৯২ সেন্টে।
এমএমজেড/এনএফ/আইআই