ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

উৎসে কর কমানোর দাবি রফতানিকারকদের

প্রকাশিত: ১০:০৯ এএম, ১৮ জুন ২০১৫

নতুন অর্থ বছরে উৎস কর কমানোর দাবি করেছে বাংলাদেশ রফতানিকারক সমিতি। উৎস কর এক শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩ শতাংশ করার দাবি জানিয়েছেন সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।  বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা সভায় এ দাবি জানান তিনি।

সালাম মুর্শেদী বলেন, প্রস্তাবিত বাজেটে উৎসে কর দশমিক ৩ থেকে বাড়িয়ে এক শতাংশ করা হয়েছে। যা শিল্পের অগ্রগতির পথে বাধা তৈরি করবে। অন্যদিকে মূলধনী যন্ত্রপাতির আমদানি শুল্ক এক শতাংশ আরোপ করা হয়েছে, যা নতুন উদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে। তাই উৎস কর আগের জায়গায় ফিরিয়ে নিয়ে দশমিক ৩ শতাংশ করা হোক।

পাশাপাশি মূলধনী যন্ত্রপাতির ওপর আমদানি শুল্ক তুলে নেওয়া এবং রফতানিমুখী শিল্পের জন্য ১০ শতাংশ হ্রাসকৃত হারে কর আরোপের মেয়াদ ২০১৯ সালের জুন মাস পর্যন্ত বাড়ানোর দাবিও জানান তিনি।

তিনি আরো বলেন, ডলারের বিপরীতে টাকার মূল্য বেড়ে যাওয়া একটি বড় চ্যালেঞ্জ। পোশাক শিল্পের গড় উৎপাদন বেড়েছে ১০ শতাংশ। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম একশ’ ১৪ ডলার থেকে কমে ৫৭ ডলারে নেমে আসলেও আমাদের দেশে কমেনি।

এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ, বিজিএমইএ’র দ্বিতীয় সহ-সভাপতি এসএম মান্নান কচি, বিকেএমইএ’র সাবেক সহ সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।

এসএ/আরএস/পিআর