ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে ১০ ফান্ডের লভ্যাংশের টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১৬ এএম, ০২ অক্টোবর ২০১৭

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদিত লভ্যাংশ ইউনিট হোল্ডারদের (বিনিয়োগকারী) ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

ডিএসই জানিয়েছে, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কসের মাধ্যমে ইউনিট হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে মিউচ্যুয়াল ফান্ডগুলোর ট্রাস্টি নগদ লভ্যাংশের টাকা পাঠিয়েছে।

ফান্ডগুলো হলো- ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্স ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।

এমএএস/এমআরএম/পিআর

আরও পড়ুন