মূলধন বাড়াবে ইউনাইটেড এয়ারওয়েজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ (বাংলাদেশ) লি. এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইউনাইটেড এয়ারওয়েজ পরিশোধিত মূলধনও বাড়াবে। এ কারণে কোম্পানিটি ৬২ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮০০ শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি ৬২৪ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা সংগ্রহ করবে। ঋণ পরিশোধ ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করবে ইউনাইটেড এয়ারওয়েজ।
একই সঙ্গে কোম্পানিটি অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা পর্যন্ত বাড়াবে বলে সিন্ধান্ত হয়েছে।
জানা গেছে, এই কোম্পানি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের মাধ্যমে ঋণ পরিশোধ ও ব্যাবসা সম্প্রসারণ করবে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়েই কোম্পানিটি মূলধন বাড়াতে পারবে।
ইউনাইটেড এয়ারওয়েজ আগামী ৬ আগস্ট সকাল ১০টায় টঙ্গী ডাইভারশন রোডে (আবদুল্লাহপুর) সেক্টর-৮ এ অবস্থিত প্লট নং ৯/বি তে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। ইজিএম এর জন্য ২ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ জুন।
এসআই/আরএস/এমএস