ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

মিডল্যান্ড ব্যাংকে পরিশোধ করা যাবে গ্যাস বিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:১৮ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৭

এখন থেকে মিডল্যান্ড ব্যাংকের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক।

রোববার রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মীর মসিউর রহমানের উপস্থিতিতে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান এবং তিতাস গ্যাসের কোম্পানি সচিব মোশতাক আহমেদ নিজ নজি প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষরের ফলে এখন থেকে তিতাস গ্যাসের গ্রাহকরা তাদের বিল মিডল্যান্ড ব্যাংকের শাখাগুলোতে পরিশোধ করতে পারবেন।

মিডল্যান্ড ব্যাংকের হেড অব আইটি এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নাজমুল হুদা সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসআই/বিএ/আইআই

আরও পড়ুন