কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক মাসুদ বিশ্বাস
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. মাসুদ বিশ্বাস। সোমবার পদোন্নতি দিয়ে তাকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এতদিন তিনি প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
মাসুদ বিশ্বাস ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ২৯ বছরের পেশাগত জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ, ব্যাংকিং প্রবিধি ও নীতি, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, ডিপোজিট অ্যাকাউন্টস, কৃষি ঋণ, পেমেন্ট সিস্টেমস, ব্যাংক পরিদর্শন বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের বগুড়া ও চট্রগ্রাম অফিসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামে এক মুসলিম পরিবারে তার জম্ম। প্রশিক্ষণ, সেমিনার ও দাপ্তরিক কাজে তিনি যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
এসআই/ওআর/আরআইপি